চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে শাহতলীতে শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.জাহাঙ্গীর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দু’ বারের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
তিনি বলেন,‘ আমি রাজনীতি করি জনগণের জন্য। জনগনের সেবা করতে। ছাত্র জীবন থেকে জনগনের সেবায় কাজ করে আসছি। বিগত দুবার বিএনপি থেকে জাতয়ি সংসদে সংরক্ষিত এমপি পদে নিবাচিত হয়েছি। এ জন্য বিএনপির চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তৎকালীন সময়ে তৃনমূল পযায়ে ব্যাপক কাজ করার সুযোগ পেয়েছি।
এ এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নিবাচনে আমি চাঁদপুর-৩ ও লাকসাম (দুটি)আসন থেকে বিএনপি থেকে দলের মনোনয়ন চাইবো। দল যেখানে চাইবে সেখান থেকে নির্বাচন করবো। আর দল যাকে যোগ্য মনে করে দলের অন্য কাউকে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করবো । ‘
তিনি আরো বলেন, ‘ বিশেষ করে চাঁদপুর-৩ আসণে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করবো। বিগত দিনেও মানিক ভাইয়ের পক্ষে কাজ করেছি ও সমর্থন জানিয়েছি। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদেশনায় চাঁদপুরে জেলা বিএনপির সভাপতি মানিক ভাইয়ের নেতৃত্বে দল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। এটা আমাদের ধরে রাখতে হবে।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন,‘ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করছে । বিএনপি দীঘ ১৭ বছর রাজপথে জনগনকে সাথে নিয়ে আন্দোলন করছে । মেধাবী ছাত্রদের ও শহীদদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূল্যায়ন করেছেন। তিনি তৎকালীন সময়ে তাদের জন্য কাজ করেছেন। আমি শহীদ জিয়াউর রহমানের স্নেহধন্য। ’
তিনি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করেছেন। শহীদ জিয়াউর রহমান সাহেবের সাথে যখন আমার দেখা হয়েছিল, তখন আমি নিজেকে ধন্য মনে করছি। আমি যখন এমপি ছিলাম তখন চাঁদপুর সহ সারা বাংলাদেশের কাজ করেছি। সম্প্রতি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনে ৩১ দফা ঘোষনা দিয়েছে এবং আগামীতে জনগনের সমথনে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে । আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করবো। আমরা চাই ঐক্যমতের একটা সরকার গঠন করতে। ‘
তিনি আরো বলেন, যে সরকার দেশের জন্য ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছেন। জাতীয় সমন্বয় কমিশন করবো। স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে জনগণের চাহিদা অনুযায়ী সংসদ দু কক্ষ বিশিষ্ট হবে।
রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে সংশোধনের কথা বলা হয়েছে। নিয়োগ করা হবে সৎ ব্যক্তিত্বকে। দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার এ নীতিতে কাজ করতে হবে। আমরা বিদ্যুৎ বিল দিয়েছি, তাহলে এত টাকা কেন বকেয়া রয়েছে হাসিনা সরকার সব পাচার করেছে বিদেশে।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (শাহতলী ) বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবি মাদবপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন।
বিশেষ অতিথির অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন তার বক্তব্যে বলেন, আমি মাদবপুর থেকে দুই বার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সরাসরি জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আমি দলের জন্য কাজ করেছি। দলের দু:সময়ে পাশে ছিলাম। আমরা ছাত্রদল তথা এ প্রজন্মের উপর নির্ভরশীল।
আমরা ২বার স্বাধীনতা পেয়েছি। একবার ১৯৭১সালে আরেকবার ২০২৪সালে। ২০২৪ সালের ৫আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভে স্বেরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। তোমরাই নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের জনগণের রাষ্ট্র গড়তে হবে। কোন অনিয়মের সাথে জড়ানো যাবে না। তোমরা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে। আমাদের ভারপ্রাß চেয়ারম্যান ৩১দফার বিষয় কাজ করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আন্দোলনে আহত হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। ছাত্র-জনতার আন্দোলনকে বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের রক্তের মূল্য দিতে হবে। বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে হবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, ছাত্রদলের সহ-সভাপতি মো: রবিউল আউয়াল (রবি), যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ তপদার, সহ-সাধারণ সম্পাদক মো. রাজু কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
শুরুতেই চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.জাহাঙ্গীর আলম খান। বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৪
এজি