Thursday , 2 January 2025
আবদুল্লাহ সরকার==

জাতীয় নেতা আবদুল্লাহ্ সরকার এম.পি

দেশের বাম সারির জাতীয় নেতা আবদুল্লাহ্ সরকার ১৯৪২ সালের ২১ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার হাইমচরের হাইমচর ইউনিয়নের সরকার পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকায় আব্দুল্লাহ্ সরকার মৃত্যুবরণ করেন। তাঁর পিতার নাম হাজী পিয়ার আলী।

নিজের এলাকার অন্ধকার ঘুচাতে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি দিয়ে গড়ে তোলেন আজকের হাইমচর উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়। নিজের পরিবারসহ জোতদারদের বিরুদ্ধে সংগ্রাম করে ঠিকানাহীন ভূমিহীনদের তৈরি করে দিয়েছেন স্থায়ী ঠিকানা।

মেঘনা নদীর জেলেদের সুখ-দু:খের তিনি ছিলেন আজন্ম সঙ্গী। ঢাকা থেকে হাইমচর আসলে তিনি থাকতেন শহীদ কাউয়ূম লাইব্রেরিতে আর চাঁদপুরে থাকতেন তাঁর পৈত্রিক বাসভবন পিয়ারআলী কুঠির ও নতুন বাজার বাসদ কার্যালয়ে। মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে গড়ে তোলেন নদীভাঙন প্রতিরোধ জাতীয় সমন্বয় কমিটি।

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য আবদুল্লাহ্ সরকার। যা বর্তমান হাইমচর- চাঁদপুর সদর আসন নামে পরিচিত। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে সংসদে প্রবেশ করেছিলেন তিনি।

তিনি ছিলেন স্বতন্ত্র সদস্য। আবদুল্লাহ্ সরকার কমবয়সী পার্লামেন্ট সদস্য হলেও কোনও সুযোগ হাতছাড়া করতেন না। সুযোগ পেলেই তারা তাদের বক্তব্য তুলে ধরতেন। আবদুল্লাহ্ সরকার সংসদে স্বতন্ত্র সদস্য হলেও মূলত বিরোধীদলীয় ভূমিকা পালন করেছেন। ১৯৭৪ সালের ২৪ নভেম্বর তিনি জাসদে যোগদান করেন।

সংসদে দেয়া আবদুল্লাহ্ সরকারের তৎকালীন বক্তৃতা-বিবৃতি জাতীয় সংসদের রেকর্ড থেকে সংগ্রহ করে ‘৭৩-এর সংসদ ও একজন আবদুল্লাহ্ সরকার’নাম দিয়ে ৬৬৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করা হয়েছে। আবদুল্লাহ্ সরকারের স্ত্রী দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তাহেরা বেগম জলি এটি প্রকাশ করেছেন।

কমরেড আবদুল্লাহ সরকার এক পর্যায়ে জাসদ ছেড়ে গড়ে তুলেন বাসদ। ৩০ বছর পরে বাসদের কেন্দ্রিয় নেতৃত্বের সঙ্গে তিনি মতাদর্শগত বিরোধে দল থেকে পদত্যাগ করেন। এরপর আবার ফিরে যান চিরচেনা হাইমচরে। বাসদে থাকাকালেই তিনি শহীদ জননী জাহানারা ইমামের যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে সরাসরি যুক্ত হন। শ্রমিক নেতা হিসেবে তিনি ছিলেন স্বনামধন্য।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ গড়ে তুলার ক্ষেত্রে তাঁর ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ। মেঘনা পারের সাহসী মানুষ,গরীব মেহনতী মানুষের আজন্ম সঙ্গী কমরেড আব্দুল্লাহ্ সরকার তাঁর প্রিয় জনপদ হাইমচরের হাইস্কুল মাঠে চিরনিদ্রায় শায়িত আছেন।

সম্পাদনায়
আবদুল গনি
৩১ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

satter

ড. এম.এ.সাত্তার

শাহরাস্তির কৃতি সন্তানদের মধ্যে একজন ড. এম.এ. সাত্তার। তিনি ছিলেন বাংলাদেশ গণশিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *