চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে মেসার্স জামাল ব্রাদার্সকে ৫০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় শাহমিরান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার ২৪ নভেম্বর বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, হাজীগঞ্জ হাজীগঞ্জ পূর্ব বাজারে বিভিন্ন দোকান,বেকারি,কনফেকশনারী, ফিড, চালের আড়ৎ, আলুর আড়ৎ, বীজ ও সার দোকান এবং ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ উপায়ে সার এনে সরকারি মূল্য উপেক্ষা করে বেশি দামে সার বিক্রির দায়ে মেসার্স জামাল ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার দায়ে শাহমিরান ফার্মেসিকে একই আইনে ১০ হাজার টাকা জরিামনা ও আদায় করা হয়।
বাজার তদারকি অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার স্বার্থ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
শাখাওয়াত হোসেন শামীম
২৬ নভেম্বর ২০২৪
এজি