Sunday , 5 January 2025
sangsad ==

চাঁদপুর ৫ নির্বাচনি এলাকায় ভোটার সংখ্যা : ২১ লাখ ৫৯ হাজার, কেন্দ্র ৬৭৮,কক্ষ ৩,৪৮১

চাঁদপুর জেলার ৫ নির্বাচনি এলাকার ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে – সারা জেলায় ভোটার তালিকা ২ নভেম্বর ২০২৩ প্রকাশ মতে এ ভোটার সংখ্যা হয়েছে বলে জেলা নির্বাচন কমিশনার মো.তোফায়েল আহমেদ জানান। এতে জেলায় কেন্দ্র সংখ্যা ৬শ’ ৭৮টি এবং কক্ষ সংখ্যা ৩ হাজার ৪শ’ ৮১ টি।

চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারসহ জেলায় ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৭শ ৫৪ জন এবং মহিলা ভোটার হলো- ১০ লাখ ৪৪ হাজার ৯শ’ ৩৭ জন। হিজরা ভোটার -৬ জন। গাণিতিক হিসেব মতে-৬৯ হাজার ৮শ ১৭ জন পুরুষ ভোটার মহিলা ভোটারের চেয়ে বেশি ।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর -১ (কচুয়া ) ২৬০ আসনে ভোটার সংখ্যা – ৩ লাখ ২৫ হাজার ৬ শ’২২ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২ শ ৬৪ জন এবং মহিলা ভোটার হলো- ১ লাখ ৫৬ হাজার ৩শ’ ৫৭ জন। হিজরা ভোটার -১ জন।

চাঁদপুর -২ (মতলব-উত্তর -দক্ষিণ), ২৬১ আসনে ভোটার সংখ্যা – ৪ লাখ ৬৭ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫ শ ২৩ জন এবং মহিলা ভোটার হলো-২ লাখ ২৮ হাজার ৫শ’ জন। হিজরা ভোটার -২ জন।

চাঁদপুর-– ৩ (চাঁদপুর সদর-হাইমচর ), ২৬২ আসনে মোট ভোটার সংখ্যা – ৫ লাখ ১২ হাজার ৩শ’ ২৮ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ২শ’ ৫৮ জন এবং মহিলা ভোটার হলো- ২ লাখ ৫৬ হাজার ৬৮ জন। হিজরা ভোটার -২ জন।

চাঁদপুর – ৪ , (ফরিদগঞ্জ ) ২৬৩ আসনে ভোটার সংখ্যা – ৩ লাখ ৬৯ হাজার ১শ ’২৮ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৭ শ ৬০ জন এবং মহিলা ভোটার হলো- ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৬৮ জন। হিজরা ভোটার নাই।

চাঁদপুর – ৫, (হাজীগঞ্জ- শাহরাস্তি) ২৬৪ আসনে ভোটার সংখ্যা – ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৯৪ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৯ শ ৪৯ জন এবং মহিলা ভোটার হলো- ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ৪৪ জন। হিজরা ভোটার -১ জন।

সব উপজেলার কলেজ সংখ্যা ৪৯টি, স্কুল সংখ্যা ২৮৩টি, মাদ্রাসা ২৬০ টি এবং সরকারি প্রাথমিক স্কুল সংখ্যা ১ হাজার ১শ ৫৭ টি। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক, প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাজে দায়িত্ব পালনের কথা রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব নিয়োগপত্র যথাসময়েই প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে। নিয়োগপত্র প্রাপ্তির পর পর বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ১ দিনের প্রশিক্ষণও প্রদান করা হবে।

এদিকে-বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনি তফসীল ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। ৭ জানুয়ারি রোববার ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ২০২৩। মনোনয়নপত্র বাচাই ১ ডিসেম্বর – ৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর ২০২৩। প্রতীক বরাদ্দ ছিল ১৮ ডিসেম্বর ২০২৩।

আবদুল গনি ,
৩ জানুয়ারি ২০২৪

এছাড়াও দেখুন

potato-1

চাঁদপুরে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ মে.টন

চাঁদপুরে চলতি রবি মৌসুমে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *