চাঁদপুর জেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি ২০২৪ তারিখ চাঁদপুর জেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.ইয়াসির আরাফাত,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ.ওয়াদুদ,স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুননাহার চৌধুরী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সহ সংশ্লিষ্ট অংশীজন। সূত্র : জেলা প্রশাসন ওয়েবসাইড
করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৪
এজি