চাঁদপুর জেলায় আড়ম্বরপূর্ণভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি (সোমবার) চাঁদপুর জেলায় অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেরা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
চাঁদপুর জেলা প্রশাসক এর সহধর্মিনী আসমা উল হুসনা এর উপস্থিতিতে চাঁদপুর জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে পাঠ্যবই বিতরণ শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে পর্যায়ক্রমে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর জেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১২ লক্ষ ৩৬ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
২ জানুয়ারি ২০২৪
এজি