চাঁদপুরে কোরআন শিক্ষা বোর্ডের ২২ তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। রবিবার ১৮ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় চাঁদপুরের ১৪টি কেন্দ্রে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২২তম এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২২তম পরীক্ষার প্রথম দিনে চাঁদপুর শহরের জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম ওয়ারলেস বাজার মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন কোরআন শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরাম।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব শাহজাহান মোল্লা, কোরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আল-আমিন,চাঁদপুর জেলা কোরআন শিক্ষা বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২২তম এ পরীক্ষায় চাঁদপুরের ১৪টি কেন্দ্রে ১২৩৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
সারা দেশে একযোগে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। এতে ৬২৬ টি কেন্দ্রে ৭৬ হাজার ৮শ ৮২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৪
এজি