চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার আসামি এবং চারটি মামলার ওয়ারেন্টভুক্ত এ আসামিকে গত ২৮ ডিসেম্বর রাতে আটক করা হয়।
হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া মুন্সিবাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেপ্তার করেন হাজীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ আবুল খায়ের। অভিযানে আরও অংশ নেন কনস্টেবল আহসান হাবীব ও কামরুজ্জামান।
জানা যায়, জাকির ওই এলাকার মুন্সিবাড়ির মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে এবং এর মধ্যে একটি মামলায় তিন বছরের সাজার পাশাপাশি ৩,০০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও চারটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান,”মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জাকিরের মতো অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। জাকিরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এ সফল অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে হাজীগঞ্জ থানা পুলিশের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হলো।
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪
এজি