মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
রবিবার ১৯ মে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মোহাম্মদ মানিক,ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরীর গেজেটের কপি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে।
উপজেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিতদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নব-নির্বাচিতগণ দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে ।
প্রসঙ্গত,৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন ৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ।
মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৯ টি কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতিকের প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি পেয়েছে ৩৪ হাজার ২শ ৮০ টি ভোট পেয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জহিরবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মুক্তার গাজী পেয়েছে ১৬ হাজার ৬শ ৬৯ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিচ পেয়েছে ১৪ হাজার ৭শ ২৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ টিউবওয়েল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তালা প্রতীককে পরাজিত নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য,মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।
২০ মে ২০২৪
এজি