১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কাল শুক্রবার । শুক্রবার ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের সব বিভাগীয় শহরে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে এবার আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।
এনটিআরসিএ’র তথ্যানুযায়ী,শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেয়া হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো.সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে বলেন,‘শিক্ষক নিবন্ধন পরীক্ষার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করি সুষ্ঠুভাবে প্রার্থীরা পরীক্ষা দেবেন। পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবো আমরা ।’
১৪ মার্চ ২০২৪
এজি