হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরি সভাপতি, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি,রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উপজেলা শাখার সাবেক সভাপতি আলী আশ্রাফ দুলাল।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রাজধানীতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৯৫ সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৬ সালের ১৫ মে ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠাকালে তিনি কার্যকরি সভাপতির পদে দায়িত্ব পালন করেন। তিনি পাঞ্চায়েত কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। রোটা. আলী আশ্রাফ দুলাল এক বছর যাবৎ কিডনী ও ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ১৮ এপ্রিল বেলা তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
১৬ জুলাই ২০২৪
এজি