শিক্ষা মন্ত্রণালয় সূত্র মতে-দেশে বর্তমানে এমপিওভুক্ত স্কুল,কলেজ,মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৪ হাজার। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২০ হাজার ৩ শ ১৬টি, কলেজ ২ হাজার ৬ শ ৬৪টি, মাদরাসা ৯ হাজার ২ শ ৯২টি এবং ২ হাজারের মতো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ‘শিক্ষক নিবন্ধন সনদ’ বাধ্যতামূলক করা হয়। বতর্মানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় ৪ লাখ শিক্ষক ও ১ লাখ কর্মচারী, যাঁরা সরকারি বেতন-ভাতা পেয়ে থাকেন।
সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে জাল সনদসংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়। সেখানে ১ হাজার ১ জন ৫৬ জন শিক্ষকের জাল সনদের তথ্য দেয়া হয়। এর মধ্যে ৭ শ ৯৩ জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ, ২শ ৯৬ জনের কম্পিউটার শিক্ষার সনদ এবং ৬৭ জনের বিএড, গ্রন্থাগার, সাচিবিকবিদ্যা ও অন্যান্য বিষয়ের সনদ জাল।
১৬ জুলাই ২০২৪
এজি