হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির নব-গঠিত কমিটির ২০২৪-২৬ নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সমিতির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটনের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩ আগস্ট দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সভাপতি কামরুজ্জামান টুটুল নব-গঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। সভায় সারাদেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও হত্যা এবং হাজীগঞ্জে সংবাদকর্মী মোহাম্মদ উল্যাহ্ বুলবুলকে মারধর ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখমের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসব ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আগামি দিনে সংবাদকর্মীদের নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করা হয়। একই সময়ে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতাসহ দেশ ও জাতীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠিত সভায় সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্ সমিতির আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নবগঠিত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের কাছে হস্তান্তর করেন। এরপর সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এজেন্ডা অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ৩০২৪
এজি