নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর-১ (কচুয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আগামী ৮ ও ৯ এপ্রিল দুই দিনব্যাপী উপজেলার সকল ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে সাংসদ ড. সেলিম মাহমুদ এই ঈদ উপহার বিতরণ করবেন। তিনি ৮ এপ্রিল সকাল ৯ ঘটিকায় ২ নং পাথৈর ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবন।
এরপর তিনি সকাল ১০ঘটিকায় ১ নং সাচার ইউনিয়নের সাচার উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ ঘটিকায় ৩নং বিতারা ইউনিয়নের বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুর ১২ ঘটিকায় মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ১ ঘটিকায় ৫ নং সহদেবপুর ইউনিয়নের ন্নদনপুর উচ্চ বিদ্যালয় মাঠে, দুপর ২ ঘটিকায় ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল রুস্তম আলী ডিগ্রী কলেজ মাঠে, বিকাল ৩ ঘটিকায় ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকাল ৪ ঘটিকায় ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়নের আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণের মধ্যে দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন।
সাংসদ ড. সেলিম মাহমুদের ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলাম বাবু স্বাক্ষরিত বিবৃতিতে উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানগুলোতে দলীয় নেতা কর্মীসহ সকলের উপস্থিতি এবং সহযোগীতা কামনা করা হয়।