Sunday , 5 January 2025
কচুয়া

কচুয়ায় দরবেশগঞ্জ উবি’র নির্বাচন ৮ ফেব্রুয়ারি

কচুয়া উপজেলার দরবেমগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষে সোমবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আলী আশ্রাফ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং কর্মকর্তা আলী আশ্রাফ খান জানান, বিদ্যালয় ভোটার সংখ্যা ২ শ ৯৪ জন। পরিচালনা পর্ষদের নির্বাচনের অভিভাবক সদস্য পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ জমা দেন।

নির্বাচনে ভোটারগন অভিভাভক সদস্য পদে ৪ জন্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জনকে নির্বাচিত করবেন। আগামি ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় থেকে বিকাল ৪ টা পযর্ন্ত পরিচালনা পর্ষদের নির্বাচন শান্তিপূর্ন নির্বাচন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে নির্বাচনে অভিভাবক,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ সোবাহান,বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ ইলিয়াছ,কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী,ইউপি সদস্য আলাউদ্দিন মজুমদার,মিজানুর রহমান,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল জলিল,আওয়ামী লীগ নেতা গাজী ইউসুফ,শাহবুদ্দিন মজুমদার,সমাজসেবক গাজী মাহবুব উল্লাহসহ বিদ্যালয়ের অভিভাবক,শিক্ষক-শিশিক্ষা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩১ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

কচুয়ায় বন্যার পানি ঢুকেছে

পাশ্ববর্তী জেলা কুমিল্লার বন্যার পানি ঢুকে পড়েছে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নে। বন্যার পানি ঢুকে পড়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *