Monday , 30 December 2024
ec

ফরিদগঞ্জ -কচুয়া উপজেলা নির্বাচন ৫ জুন

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া চাঁদপুরের দুটিসহ ২২টি উপজেলা পরিষদে ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন । এর মধ্যে ২০টিতে ভোট হবে ৯ জুন।

চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা দুটিতে হবে ৫ জুন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।

৯ জুন যে ২০ উপজেলায় ভোট হবে, সেগুলো হলো: বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা,পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝারা; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন, লালমোহন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা; রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী।

উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট হচ্ছে আজ। এ ধাপে ভোট হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থগিত চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় নির্বাচন হবে চতুর্থ ধাপে ৫ জুন।

এ ছাড়া মামলার কারণে স্থগিত থাকা কুমিল্লার চান্দিনা উপজেলায় একই দিন ভোট হবে।

জুন ২০২৪

এছাড়াও দেখুন

ফরিদগঞ্জে নির্বাচনে বিজয়ী নতুন মুখ

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকের প্রার্থী খাজে আহমেদ মজুমদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *