Tuesday , 7 January 2025
haji

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যে হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২ জানুয়ারি সকালে ওয়াকাথন এবং মুক্ত আড্ডা (আলোচনা), উপকারভোগীদের মাঝে ভাতা বই এবং প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর হতে ওয়াকাথন বের করা হয়। র‍্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, উপকারভোগীদের মাঝে ভাতা বই এবং প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণি,বীরমুক্তিযোদ্ধা মো.মফিজুল ইসলাম, সমাজকর্মী সাংবাদিক মো.হাবিবুর রহমান, মো.জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব আহমেদ প্রমুখ।

বক্তব্য শেষে উপকারভোগীদের মাঝে ভাতা বই এবং প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুম ভানু, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
জানুয়ারি ৩, ২০২৫
এজি

model (1)

এছাড়াও দেখুন

মামলার আসামী

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক কারবারি জাকির গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *