চাঁদপুরে শুক্রবার ১৮ অক্টোবর তাবলিগ জামাতের জেলা ইজতেমায় অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি একত্রে জুমার নামাজ আদায় করেছেন। নামাজের পর মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর ভোরে শুরু হওয়া এই তিন দিনব্যাপী ইজতেমা চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলংকা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর এবং মরক্কো থেকে আগত অতিথিরা অংশগ্রহণ করেন।
স্থানীয় মুসল্লিদের ঢলও লক্ষ্যণীয় ছিল। বিশাল মাঠে জুমার নামাজে মুসল্লিরা একত্রিত হন।
এ বিষয়ে স্থানীয় মুসল্লী জানান, ‘ এতে মুসল্লির সাথে নামাজ আদায় করে তিনি অত্যন্ত খুশি। এখানে শান্তিপূর্ণভাবে ইজতেমার কার্যক্রম চলছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন,যেন সারা বিশ্বের মুসলমানরা হেফাজতে থাকে এবং বিশেষ করে আমাদের দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। ’
তাবলিগ জামাত চাঁদপুরের মুরুব্বী মাও. আব্দুর রশিদ তালুকদার জানান,আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের এই জেলা ইজতেমা শুরু হয়। শুক্রবার ঈমানের ওপর আল্লাহর একত্মবাদ ও রাসুল পাক (সা.) এর রেসালাত, আখলাক ও আখেরাতের আলোচনা হয়। শনিবার ১৯ অক্টোবর জোহরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে এ জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪
এজি