আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম। সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম বলেন,‘বিগত সময়ে যারা নির্বাচিতআমি সবার দোয়া ও সহযোগিতা চাই হয়েছেন তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ দেখা দেয়ায় মূলত:আমি জনগণের পাশে থেকে সেবার সুযোগে প্রার্থীতা ঘোষণা করি। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই ।’
তিনি মূলত: অতীতের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা থেকে দূরত্বের কারনে তাতের পাশে থাকার সুযোগটা কাজে লাগাতে চান। তবে তার এ উদ্দেশ্য বাস্তবায়নে স্বাধীনতার জীবন্ত কিংবদন্তি বীরসেনানী মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপির গ্রীণ সিগনাল পেয়েই সফল হতে চান।
ফরিদুল ইসলাম ২০০১ সালে ততকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে থাকাকালীন বিএনপির ছাত্রদলের হাতে নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালের বিছানায় পড়ে ছিলেন। তারপর ২০০৪ সালে ক্লিনহার্ট অপারেশনের সময় আওয়ামী লীগের পক্ষে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
২০০৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন ও নির্বাচন কমিশনার এম এ আজিজ হঠাও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এর পর পেছনে তাকাতে হয়নি।
২০০৬ সালে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সভাপতি হিসাবে ২০১৪ সাল পর্যন্ত সফলতার সাথে নেতৃত্ব পালন করেন। বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে দুঃসাহসিক ভূমিকা পালন করেন।
করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪
এজি