Saturday , 18 January 2025
ডিসি

চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে। সভার সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলায় এই মূহুর্তে অনেকগুলো দূর্ঘটনা ঘটেছে এবং বিশেষ করে মাদকের বিরুদ্ধে এবং মোটরসাইকেল ও সিএনজি দূর্ঘটনা এড়াতে কিভাবে আরো সক্রিয় মনিটরিং বাড়ানো যায় সে বিষয়ে তিনি বক্তাদের অভিমত ব্যক্ত করতে বলেন।

রবিবার ১২ জানুয়ারি সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন।

এসময় উপস্থিত বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে মাদকদ্রব্য, বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা, চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে দ্রুত কাজ করা, দ্রুত গতিতে ব্যাপরোয়া মোটরসাইকেল চালানোর বিষয়ে বিআরটিএ এর সহযোগিতায় চাঁদপুর ট্রাফিক পুলিশের আরো কাজের গতি বাড়ানোর বিষয়ে মতব্যক্ত করেন।

এছাড়াও রেলগাড়িতে বিনা টিকেটে ভ্রমনসহ, চোরাচালান, হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ন্ত্রণ, সামনে রোজা কেন্দ্রিক নানান পদক্ষেপ গ্রহণ করা এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরো জোরদার কাজ করতে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা তুলে ধরা হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো নিয়ন্ত্রণ করতে হবে। পাসপোর্ট অফিসের অনেক পাসপোর্ট পুলিশ ভ্যারিফিকেশন এখনো ঝুলে আছে, এগুলো আরেকটু বিশেষভাবে দেখবেন কিভাবে আরো দ্রুত সম্ভব সমাধান করা যায়।

এছাড়াও যারা আমাদের সরকারি পিপি রয়েছেন, তারা নারী ও শিশু নির্যাতন এবং কিশোর গ্যাংসহ যেসকল মামলাগুলো হয়, সেগুলো পুনরায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং বিষয়টি আরো গুরুত্ব দিতে বলেন।

তিনি আরো বলেন, আমাদের আজকাল দেখা যায় কম বয়সী যুবকরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছে এবং প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে। তাই দূর্ঘটনা এড়াতে জেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে যারা উঠতি বয়সী আছেন, তারাই মোটরসাইকেল ব্যাপরোয়া চালাচ্ছে বেশি। দূর্ঘটনা এড়াতে বিআরটিএ ও ট্রাফিকের আরো ব্যাপক কাজ করতে হবে। এ বিষয়গুলো সম্পর্কে সকলের ঐক্যমতের ভিত্তিতে জেলা প্রশাসক সার্বিক আলোচনা করে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সিভিল সার্জন ডা.নূরে আলম দীন, চাঁদপুর নৌ-অঞ্চল পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, ডিডিএলজি মো. গোলাম জাকারিয়া, সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত ,চাঁদপুর সদর হাসপাতালের সহকারি তত্ত্বাবধায়ক মো.আশরাফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো.গোলাম মেহেদী হাসান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.মোস্তাফিজুর রহমান,জেলা তথ্য অফিসের অফিসার মো. তপন বেপারী,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো.নজরুল ইসলাম, জেলা বিআরটিএ কর্মকর্তা- মো.আনোয়ার হোসেন,

জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো.জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর জেলা বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মো. বশির আহমেদসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৩ জানুয়ারি ২০২৫
এজি

এছাড়াও দেখুন

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এর চাঁদপুর জেলা তথ্য অফিস পরিদর্শন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফায়জুল হক ১০ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *