Tuesday , 7 January 2025
samonto-

অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ

অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন। মঙ্গলবার ১৬ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা.সামন্ত লাল সেন বলেন,‘   ‘ লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগণস্টিক সেন্টার, ক্লিনিকগুলোকে নিজেদেরই বন্ধ করতে হবে। নয়তো কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয় । ‘

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আয়ানের মৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  ‘ আয়ানের মৃত্যুর ঘটনায় কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা হবেই। এ রকম কার্যক্রম সমর্থনযোগ্য নয়। শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘটনাটি তদন্ত হচ্ছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.আহমেদুল কবীর বলেন,‘অনিবন্ধিতদের নিবন্ধনের আওতায় আনা ও বন্ধের অভিযান শিগগিরই শুরু হবে।’

ইউনাইটেড হেলথ সার্ভিস কর্তৃপক্ষকে লাইসেন্স নিতেই হবে। সব মিলে প্রায় ৮ হাজার হাসপাতাল, ৯ হাজার ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। বড় হাসপাতাল বলে কোনো ছাড় নয়।

১৬ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

brin tumer

প্রতি বছর দেশে ব্রেন টিউমারে আক্রান্ত ২০ হাজার

ব্রেন টিউমার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ২০০০ সাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *