চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার সন্মানিত প্রিন্সিপাল মাও.ড.হিফজুর রহমানের বিদায়ী সংবর্ধনা শনিবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহবায়ক ঐতিহ্যবাহী শাহতলি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল হোছাইনের নেতৃত্বে বিদায়ী সংবর্ধনা ও হাদিয়া প্রদান করা হয়।
তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গাজীপুর শাখার প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছে।
ড. হিফজুর রহমান সোস্যাল মিডিয়ার এক স্ট্যাটার্সে দোয়া কামনা করে জানান,৩০-১১-২০২৪ শনিবার হাজিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে উপাধ্যক্ষ মহোদয়কে ভারপ্রাপ্ত করে দায়িত্ব বুঝিয়ে দিলাম।
দীর্ঘ ১৭ বছর ১০ মাস হাজীগঞ্জ আহমদীয়া কামিল মাদ্রাসার দায়িত্ব পালন করেছি। এ সময়ে গভর্নিং বডির সদস্য অভিভাবক ছাত্র-ছাত্রী যারা আমার সাথে সম্পৃক্ত ছিলেন সকলের নিকট আমার পক্ষ থেকে ক্ষমা ও দোয়া কামনা করছি। আল্লাহতায়ালা যেন সামনের দিনগুলি আমার জন্য সহজ করে দেন এ দোয়া কামনা করছি। বিদায় হাজীগঞ্জ।
১ ডিসেম্বর ২০২৪
এজি