Monday , 9 September 2024
ec ---

৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । তফসিল অনুযায়ী, ভোট হবে আগামি ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোয় একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।

মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে ইসি সচিব মো.জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলোর পাওয়া আসনের বিপরীতে সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবার আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৩টি আসনে।

স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন ৬২টি আসনে। তাঁরা সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দুটি দল দুটি আসন পেয়েছে। তারাও আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে। ফলে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আসন। অন্যদিকে জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তারা দুটি সংরক্ষিত নারী আসন পাবে।

সাধারণত সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এটি হলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। সেটি হলে দ্বাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনেই সংরক্ষিত নারী আসনের সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

উপজেলা নির্বাচন চার ধাপে

এবার উপজেলা পরিষদের নির্বাচন মোট চারটি ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব মো.জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপের নির্বাচন ২৫ মে অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন উপজেলার নির্বাচন হবে,তা আগামি সপ্তাহে জানানো হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। ইসি সূত্র জানায়, এবার চার ধাপে ৪৮৩টি উপজেলায় ভোট হবে। বাকিগুলোয় ভোট হবে পরে। আগামি মার্চ মাসের শেষের দিকে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

৬ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

৪ ‍step

চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

গণ-অভ্যুত্থান নস্যাৎ হতে পারে এমন আশঙ্কায় গত কয়েক দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মাঠের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *