Monday , 7 October 2024
jatka ----

১১-১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

‘ইলিশ হলো মাছের রাজা,জাটকা ধরলে হবে সাজা’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো.আব্দুর রহমান।

বুধবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উদযাপনের লক্ষ্যে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির’ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আগামি ১১ মার্চ চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো.আব্দুর রহমান।

মন্ত্রী বলেন,‘ প্রতিবছরের মতো এবারও জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হবে। কর্মসূচির মধ্যে থাকবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র,মাছের আড়ত, বাজারসহ জনাকীর্ণ স্থানে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম,গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শন,জাটকা সংরক্ষণে হাট-বাজার ও আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে ।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন,‘ জেলা ও উপজেলা পর্যায়ে নৌকা বাইচ,হা-ডু-ডু,সাঁতার ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, জাটকা সমৃদ্ধ এলাকায় ভিডিও চিত্র প্রদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,মৎস্যজীবী ও জেলে পল্লিতে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে পথ নাটক,আঞ্চলিক ও লোক সংগীত পরিবেশন এবং জাটকা রক্ষায় জেলা-উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো.আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহা.সেলিম উদ্দিন,মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো.আলমগীর,মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো. জুলফিকার আলী,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সূত্র: বাংলানিউজ ২৪.কম

২৯ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

nahid--620x330

এ গণআন্দোলনের কৃতিত্ব শহীদদের : তথ্য উপদেষ্টা

শহীদদের কোনো দলীয় পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেছেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *