Monday , 9 September 2024
comilla

কুমিল্লা বোর্ডে পাশের হার বেড়েছে : জিপিএ-৫ -১১,৬২৩জন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১শ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা উন্নতি হয়েছে। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৬ শ ২৩ জন।

রোববার ১২ মে বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো.আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী,নোয়াখালী,লক্ষ্মীপুর,চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ১ হাজার ৭শ ৮০টি বিদ্যালয়ের ১ লাখ ৭৯ হাজার ৩ শ ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।এদের মধ্যে ছাত্র ৭৪ হাজার ৭শ ৩০ জন এবং ছাত্রী এক লাখ ৪ হাজার ৫শ ৯৫ জন।

উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। এদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ৭শ ৮২ জন এবং ছাত্রী ৮৩ হাজার ২শ ৯৯ জন। অকৃতকার্য হয়েছে ৩৭ হাজার ২ শ ৪৪ জন। এবার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১ শ জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা উন্নতি হয়েছে। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৬ শ ২৩ জন।

১২ মে ২০২৪
জি

এছাড়াও দেখুন

flood---

বন্যায় আটজনের মৃত্যু

দেশের ১২ জেলার মানুষ পানিবন্দি। কোথাও বুকপানি, কোথাও গলা অবধি। বন্যার পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *