Sunday , 15 September 2024
cow ----

হাজীগঞ্জে কোরবানীর ২৬টি হাট-বাজার

হাজীগঞ্জে আসন্ন কোরবানীর জন্যে জেলা প্রশাসন কর্তৃক জনসাধারণের জন্যে ১৪৩১ বঙ্গাব্দের অস্থায়ী ইজারাপ্রাপ্ত পশুর হাট-বাজার গুলো : রাজারগাঁও বাজার, মেনাপুর বাজার, পিরোজপুর বাজার আদর্শ সাহেব বাজার, তারাপল্লা আলী আশ্রাব মার্কেট সংলগ্ন মাঠ, রামপুর বাজার, বাংলা বাজার, সুহিলপুর বাজার, বাড্ডা পাটওয়ারী বাজার সংলগ্ন মাঠ, বেলচোঁ বাজার রায়চোঁ বাজার।

সেন্দ্রা বাজার, মোল্লাডহর আনন্দ বাজার, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন মাঠ, জাকনি আল মদিনা বাজার, হাড়িয়াইন বাজার, লাওকোরা বটতলা আড়ং বাজার, কাকৈরতলা কলেজ সংলগ্ন মাঠ, আহম্মদপুর বাজার, মালিগাঁও বাজার, পালিশারা বাজার, কাশিমপুর বাজার, পাতানিশ বাজার, ধড্ডা পশ্চিম পাড়াআড়ং বাজার, কাঠালী দিঘির বাজার ও চেংগাতলী বাজার। এ ছাড়াও উপজেলা প্রশাসন আরোও চারটি অস্থাষী পশুর হাটকে অনুমতি প্রদান করে ।

নিজস্ব প্রতিবেদক
13 june 2024
এজি

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *