Monday , 16 September 2024
বাহাদুর

হাজী শরীয়তউল্লাহর স্মৃতি বিজড়িত বাহাদুরপুর মাহফিল শুরু মঙ্গলবার-শেষ শুক্রবার

মাদারীপুরের শিবচর উপজেলায় আগামিকাল ৬ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে ৭৯তম মাহফিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত,পাক ভারত উপমহাদেশের আধ্যাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, মুজাহিদে আজম,শাইখুল ইসলাম,হযরত হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদরাসার ৪ দিনব্যাপি ৭৯তম বার্ষিক ওয়াজ মাহফিল।

ওই হাজী শরীয়তুল্লাহর আস্তানা বাহাদুরপুর মাদরাসার ওয়াজ মাহফিল বর্তমান পীর সাহেব আব্দুল্লাহ মুহাম্মদ হাসান হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে। এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট বুজুর্গ এবং আলেমগণ বয়ান করতে থাকবেন।

মাহফিলে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে জাতীয় ফরায়েজী সম্মেলন অনুষ্ঠিত হবে। মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ ওয়াজ নসীহত পেশ করবেন।

৯ ফেব্রুয়ারি শুক্রবার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। এখানে দেশ- বিদেশের লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার নামাজের ইমামতি করবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো.হাসান, পীর সাহেব।

মাহফিল উপলক্ষে সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলকে সর্বাঙ্গীণ সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশাল আয়তনের বিস্তৃতি ময়দানের বাঁশের খুঁটি ও ওয়াটার গ্রুফ কাপড়ের ছামিয়ানা ও ত্রিপল দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন প্যান্ডেল। মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম।

মাহফিল উপলক্ষে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচরসহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পুরো বাহাদুরপুর ময়দানে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। মাহফিল উপলক্ষে বাহাদুপুরসহ আশেপাশে দু’কি.মি.পর্যন্ত মেলা বসেছে।

এখানে সব রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ মো. হাসান।

আবদুল গনি
৫ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

hajj--

হজের প্রাক-নিবন্ধন শুরু সোমবার

আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *