হাজীগঞ্জ-শাহরাস্তি’র সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলামকে বিভিন্ন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি জাতীয় সংসদের নির্বাচনি এলাকা চাঁদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পর পর ৪ বার। এবারেরও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি ৮৩ হাজার ২শ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং ১০ জানুয়ারি গণভবনে ৫ম বারের মত জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর হাজীগঞ্জ-শাহরাস্তির আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ।
প্রসঙ্গত, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে ২টি পৌরসভা ও ২২টি ইউনিয়নে ১’শ ৪১টি ভোটকেন্দ্র ও ৭’শ ৮৫টি ভোটকক্ষ রয়েছে । ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৮ হাজার ৪’শ ৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫ হাজার ২’শ ৫০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ২’শ ৪৬ জন।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর উত্তম খেতাবপ্রাপ্ত প্রদান করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ১নং সেক্টরের কমান্ডারও ছিলেন তিনি ।
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৪
এজি