চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত মো.মফিজুর রহমান আজ বুধবার ৩ এপ্রিল বেলা ১০ টায় শপথ গ্রহণ করেন।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মান্যবর জেলা প্রশাসক কামরুল হাসান তা৭র শপথ বাক্য পড়ান। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী পরিচালক নিগার সুলতানা, এডিসি জেনারেল আবদুর রশিদ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ।
হাজীগঞ্জ উপজেলা রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো.মফিজুর রহমান দোয়াত কলম প্রতীক ৩ হাজার ১শ ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.রফিক পাটোওয়ারী আনারস প্রতীক পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট।
রাজারগাঁও ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ২১ হাজার ৪ শ ২৪ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১০ হাজার ৯শ ১২ জন। বাতিল ভোটারের সংখ্যা ১ শ ৪৩ জন। সর্বমোট ভোটাধিকার প্রয়োগ করে ১১ হাজার ৫৫ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে হঠাৎ হার্ট অ্যাটাকে তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া মৃত্যুবরণ করলে দীর্ঘ পাঁচ মাস পর এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আবদুল গনি
৩ এপ্রিল ২০২৪
এজি