হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২৬ মার্চ সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বীরশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
কলেজ হলরুমে,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ প্রফেসর মো.মোশাররফ হোসেন।
বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার,সহকারী অধ্যাপক ফারুক আহমেদ,সহকারী অধ্যাপক স্বপন কুমার, সহকারী অধ্যাপক মো.রাশেদ গাজী,সহকারী অধ্যাপক মোক্তার আহমেদ,সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র আইচ,প্রভাষক মো.ইউনুস মিয়া,সিহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক জাহিদ হাসান। উপস্থিত ছিলেন,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
কবির আহমেদ
২৭ মার্চ ২০২৪
এজি