দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনে আসনে “ঈগল” প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে অনুষ্ঠিত পথসভাটি লোকে লোকারণ্য হয়ে জনসভায় রূপান্তরিত হয়। সভার আগে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরাসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মিছিল করা হয়।
মিছিলে অংশগ্রহণ করেন,“ঈগল” প্রতীকের প্রার্থী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন। এরপর তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন এবং গণসংযোগ করে “ঈগল” প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভা ও গণসংযোগে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পরিষদের সদস্য মো. বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসি আক্তার, দ্বাদশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকর এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ,“ঈগল” প্রতীকের প্রার্থী গাজী মাঈনুদ্দিন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি এ পদে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন।
২৬ ডিসেম্বর ২০২৩
এজি