Monday , 7 October 2024
Prince S 8০০ ৗ ৪৫০

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে রমজানে বিশেষ ব্যবস্থগ্রহণ প্রসঙ্গে যা বললেন : মোতোয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ

মরহূম আহমদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াকফ এ্যাস্টেট কর্তৃক পরিচালিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসন্ন মাহে রমজান উপলক্ষে বিশেষ ব্যবস্থ গ্রহণ সম্পর্কে মসজিদের মোতোয়াল্লি,ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, ইউনিভার্সিটি অব লন্ডনের ল’গ্রেজুয়েট এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিন্স শাকিল আহমেদ ১ মার্চ বিকেলে বলেন,‘ মুসল্লিদের সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে মসজিদ কমপ্লেক্সসহ প্রাঙ্গনে প্রয়োজনীয় কাপড়ের দস্তর বিছানোর ব্যবস্থা রাখা ও সামিয়ানা টানানো,পর্যাপ্ত ওযুরস্থান ব্যবস্থাকরণ,রাতভর এবাদতের জন্যে নিরবিচ্চিন্ন বিদ্যুৎ ব্যবস্থা জোরদার,নামাজ ও আযানের সাইন্ডসিস্টেম বজায় রাখা,ওয়াশব্লক সম্পুর্ণ পরিস্কার-পরিছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ,রাতে নিরাপত্তা নিশ্চিতকরণ,জুমার দিনে মহিলাদের নামাজ আদায়ে প্রয়োজনীয় পর্দাসহ ওযুর ব্যবস্থা রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেহরী ও ইফতারের সময় যথাযথ নিয়মে সাইরেন বাজানো ও তাৎক্ষণিক উপস্থিত রোজাদারদের জন্যে ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে। ’

পবিত্র রমজানের মাসের ৫ ওয়াক্ত নামাজ তারাবীহ আদায়,পবিত্র কোরআন তেলায়েত,জিকির-আজকার,তসবীপাট ও অন্যান্য নফল এতাদত করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় ধর্ম-প্রাণ মুসল্লিদের স্বাচ্ছন্দে অংশগ্রহণের জন্য এবারো জেলার সর্ববৃহৎ, প্রাচীন ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের পক্ষ থেকে এ সব বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন,‘হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে সকল জুমায় ও জুমআতুল বিদা’র দিনে সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন্ উপজেলার প্রত্যন্ত অঞ্চল এবং দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি-বেসরকারি কর্মকর্তা,ব্যবসায়ী,ডাক্তার,
অধ্যাপক,ইঞ্জিনিয়ার,শিক্ষক,পর্দনশীল মহিলা ও ছাত্রসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ মসজিদে সমবেত হন। মসজিদ কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থাগ্রহণে আন্তরিক রয়েছেন। ওয়াকফ এ্যাস্টেট সকল কর্মকর্তা,কর্মচারীগণ ও মসজিদ কমিটি সব সময়েই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন।

এছাড়াও পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের নামাজের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের সব দিকে উদ্যোগ নেয়া হয়ে থাকে। ’

তিনি প্রসঙ্গক্রমে আরোও বলেন,‘মুসলিম উম্মার জন্যে এ দিনটি জুমাতুল বিদা ও জুমার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবছরের মতো এবারো জুমা ও জুমাতুল বিদা পালনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে সংশিষ্ট সবার দায়িত্ব বন্টন করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ও ক্রমাগত সংখ্যা বৃদ্ধিতে নতুন নতুন ব্যবস্থা ও প্রাসঙ্গিক সকল সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ পৌরসভা,উপজেলা প্রশাসন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১,হাজীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ীসহ এলাকার লোকজন সার্বিক সহযোগিতা করে থাকেন।’ নামাজ পড়াবেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আবদুর রউফসহ পর্যায়েক্রমে আরো ২ জন।’

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় জামে মসজিদের ব্যবস্থাপক মো.শাহআলম বলেন,‘প্রতি জুমায় দিন দিন মুসল্লিগণের সংখ্যা বৃদ্ধিতে আবহাওয়ার কথা চিন্তা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে মসজিদ কমপ্লেক্সের পাশাপাশি হাজীগঞ্জ টাওয়ার মার্কেট,রজনীগন্ধ্যা মার্কেট,কাওমী মাদরাসা ও মার্কেট,আলীয়া মাদরাসা ও প্লাজা মার্কেটে নামাজ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ট্রাফিক ব্যবস্থা,আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ও প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক থাকে। মসজিদ এরিয়া ছাড়া হাজীগঞ্জ বাজার রোডে বিভিন্ন সুবিধাজনক স্থানে বিশেষ ওজুর ব্যবস্থা রাখা হয় বলে তিনি জানান।

রমজানের শেষ দিকে এতেকাফ অংশগ্রহণকারীর বিভিন্ন প্রকার সেবা প্রদানে মসজিদ কর্তৃক্ষ কাজ করে যাচ্ছেন।

আবদুল গনি
৫ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

হাজীগঞ্জ-দশম গ্রেড

বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি : হাজীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। শনিবার ২৮ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *