Wednesday , 18 September 2024
exam --
প্রতীকী ছবি

হাজীগঞ্জে ১৪ কেন্দ্রে ৪, ৯৭৯ পরীক্ষার্থীর অংশগ্রহণ : শুরু ১৫ ফেব্রুয়ারি

হাজীগঞ্জে ১৪ কেন্দ্রে এসএসসি- দাখিল সমমান পরীক্ষায় ৪ হাজার ৯শ ৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। হাজীগঞ্জসহ সারাদেশের ন্যায় সকল উপজেলায় আগামি ১৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে।

চলতি ২০২৪ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা হচ্ছে । সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ১১ ফেব্রুয়ারি এ তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে।
হাজীগঞ্জের ১৪ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯শ’৭৯ জন।

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪শ ৭৭ জন ও কেন্দ্র ৯টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ’ ২৭ জন এবং কেন্দ্র ৩টি ও এসএসসি ভোকেশনাল ২ টি কেন্দ্রে ৩শ’ ৭৫ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কয়েকটি সিদ্ধান্তের মধ্যে রয়েছে -কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ,পরীক্ষার্থীদের আসন বিন্যাস,বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।

স্ব স্ব কেন্দ্র সচিবের উদ্যোগে মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষক,পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা অধিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নিদের্শিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা করা হয়েছে বলো জানা গেছে।

আবদুল গনি
১৪ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

mostafa

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা মজুমদার

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হলেন মোস্তফা মজুমদার । তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *