Monday , 9 September 2024
hajigonj

হাজীগঞ্জে ১১ হসপিটাল-ডায়াগণস্টিক সেন্টাররের জরিমানা

হাজীগঞ্জ বাজারের ১০ হাসপাতাল ও ১ ডায়াগণস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত এবং সেন্ট্রাল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ।

২৩ জানুয়ারি হাজীগঞ্জ বাজারে সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মাওলা নঈমসহ একটি টিম এবং ২য় টিমের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি (ভূমি) মেহেদী হাছান মানিকসহ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সামছুল আলম রমিজ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান,ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫২ ও ৫৩ ধারায় লাইসেন্স নবায়ন না থাকা ও সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ নানান অনিয়মের অভিযোগে হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল,সেন্ট্রাল হাসপাতাল ও এইচজি হেলথ কেয়ারকে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা,মিডওয়ে হসপিটালকে ৩৫ হাজার, একুশে হাসপাতালকে ২০ হাজার, রয়েল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার ৫০ হাজার,হাজীগঞ্জ মুন হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা,আরিয়ানা মেডিকেল সেন্টারে ৩০ হাজার টাকা,শাহ মিরান হাসপাতালে ২০ হাজার টাকা,শাহজালাল মেমোরিয়াল হসপিটালে ১০ হাজার টাকা ও হাজীগঞ্জ কমপ্যাথে ১০ হাজার টাকাসহ ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মাওলা নঈম জানান, হাজীগঞ্জ উপজেলা প্রায় ৩৫টি হসপিটাল ও ডায়াগণস্টিক সেন্টার রয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠান বাকী রয়েছে,সে সমস্ত প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমন অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ মেহেদী হাছান
২৫ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

haji-momin

প্রতিহিংসা পরিহার করে সমৃদ্ধ দেশ গড়তে এগিয়ে আসুন: ইঞ্জি. মুমিনুল হক

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *