চাঁদপুরের হাজীগঞ্জ ফোরামের উদ্যোগে দু’দিনব্যাপি পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৬ জানুয়ারি বিকেলে বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে বিজনেস পার্ক ট্রেড সেন্টারের ফুড লাভারস পার্টি সেন্টারে দুদিনব্যাপি এ বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করে হাজীগঞ্জ ফোরাম নামে একটি সামাজিক সংগঠন।
এসময় হরেক রকমের পিঠার সমাগমে পিঠার উৎসবে মেতে উঠেছিল হাজীগঞ্জবাসির অংশীজন ।
এ পিঠা উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে। এসময় হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত,হাজীগঞ্জ ফোরামের সমন্বয়ক ও পিঠা উৎসবের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।
পিঠা উৎসবের সদস্য অধ্যাপক এস এম চিশতী,পিঠা উৎসব কমিটির আহবায়ক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন।
২৮ জানুয়ারি ২০২৪
এজি