Monday , 16 September 2024
১৭ স্পীড

১৭টি স্পিডবোট নিয়ে ফেনীর বন্যার্তদের পাশে চাঁদপুরের শিক্ষার্থীরা

ফেনীর বন্যাকবলিত মানুষদের উদ্ধারে চাঁদপুর থেকে শিক্ষার্থীরা ১৭টি স্পিডবোট নিয়ে গেছেন। সেই সঙ্গে অন্তত ৫০জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁরা ১৭টি স্পিডবোট ডাকাতিয়া নদী থেকে তুলে ট্রাকে করে ফেনী নিয়ে যান।

চাঁদপুরের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী তানভির হোসেন বলেন,‘আমরা বেশ কিছু শিক্ষার্থী ফেনীতে বন্যায় আটকে পরা লোকজনকে উদ্ধার করতে চাঁদপুর থেকে এ পর্যন্ত ১৭টি স্পিডবোট ভাড়া নিয়েছি। ইতিমধ্যে সব কটি ট্রাকে তুলে ফেনীতে পাঠানো হয়েছে। তবে এসব স্পিডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ হাজার টাকা করে। আমাদের এ কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।’

চাঁদপুর বড়স্টেশন খেয়াঘাটের স্পিডবোটের চালক নাজমুল মল্লিক বলেন,শিক্ষার্থীসহ অন্য অনেকেই বন্যায় আটকে পড়াদের উদ্ধারে স্পিডবোট ভাড়া নিচ্ছেন। প্রতিটি বোটের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা পড়ছে। এ ছাড়া চাঁদপুর থেকে ট্রাকে করে নেয়া–আনা, প্রতিদিন উদ্ধারকাজ চালানো ও চালকের খরচ ভাড়া নেওয়া ব্যক্তিরাই বহন করছেন।

২২ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *