স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব.মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস নিশ্চিত করতে শিগগিরই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। ’
তিনি বলেন,‘বর্তমানে ৩২টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত দ্রুত সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।’
সোমবার ২৮ অক্টোবর রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন,‘ এ বিভাগের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় অগ্নিনির্বাপণ কর্মীদের ঝুঁকি ভাতা কম উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সদস্যদের জন্য ঝুঁকি ভাতা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।
উপদেষ্টা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সুনাম সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রশিক্ষণ একাডেমির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। ‘যত দ্রুত সম্ভব এটিকে প্রশিক্ষণ দেয়ার উপযোগী করে তোলা হবে।’
এ সময় অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ফায়ার ফাইটারদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শনী ঘুরে দেখেন। সূত্র : ইউএনবি
২৮ অক্টোবর ২০২৪
এজি