চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নবগঠিত ২০২৪-২৫ সালের কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক এড. হুমায়ুন কবির সুমনকে ফুলের শুভেচ্ছা জানান।
১ জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় শেষে উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড.হুমায়ুন কবির সুমন বলেন,‘যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি । ‘
তিনি আরও বলেন,‘ সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। নির্বাচনে জয় লাভ করা বেশ কঠিন কাজ। তারচেয়ে অধিক কঠিন নির্বাচন পরবর্তী সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন করা। ‘
তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি চাঁদপুর সদর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। অন্যায় অপরাধ আমি কখনো করিনি,কাউকে করতেও দেবো না। এ মহৎ কাজে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহায়তা চাই।
তিনি আরো বলেন,‘মানব কল্যাণে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা। তাই এ পেশাকে দেশের অন্যান্য মানুষের সঙ্গে আমিও অনেক সম্মান করি। সমাজের ন্যায় অন্যায় এবং নানা অসংগতি তুলে ধরে মানব কল্যানে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা। আমিও একজন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে ছাত্রজীবন থেকে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। ‘
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আব্দুল গনি, ইফতেখার আলম মাসুম,সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার,সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর মোহাম্মদ খান, কার্যনির্বাহী সদস্য ওমর শরীফ,দ্বীন মোহাম্মদ, সাংবাদিক রাসেল গাজী সহ ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিনিধি
১ জুলাই ২০২৪
এজি