Wednesday , 18 September 2024
pansion ===

সর্বজনীন পেনশন আর্থিক নিরাপত্তার যুগান্তকারী পদক্ষেপ : কামরুল হাসান

চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন,বর্তমান সরকারের চালু করা সর্বজনীন পেনশন স্কিমে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

সর্বজনীন পেনশন স্কিমটির প্রবর্তন দেশের বিশাল এক জনগোষ্ঠীর জন্য শেষ জীবনে আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন স্কিমটি চালু হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে বলে মনে করা হয়।

বুধবার ৩ এপ্রিল সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম জেলায় সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সাফায়েত আহম্মদ সিদ্দিকী,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজন।

৪ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *