Monday , 7 October 2024
tito minister

পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, পবিত্র রমজান মাস সামনে রেখে যেসব মজুতদার নিত্যপণ্যের দাম বাড়ানো বা বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবেন সরকার তাদের ব্যাপারে কঠোর হতে একটুও পিছপা হবে না।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন,‘ টিসিবির মাধ্যমে আমরা রমজানে পাঁচটি পণ্য দেবো। এখন দিচ্ছি তেল,চিনি,ডাল, চাল- এ চারটি আইটেম। সারা বাংলাদেশে এক কোটি পরিবার এ চারটি আইটেম পাবে। প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমাদের বলেছেন,ঢাকা শহর ও এর আশেপাশে যেসব শ্রমিক বসতি এলাকা আছে সেখানে যেন ফোকাস করা হয়।’

তিনি বলেন,‘ আমরা খেটে খাওয়া মানুষদের টিসিবির পণ্যের আওতায় আনতে চেষ্টা করবো। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের একটা দায়িত্ব আছে। আমরা সাত হাজার ৭শ’র বেশি ডিলারের মাধ্যমে টিসিবির কর্মযজ্ঞ পরিচালনা করি। তা না হলে এটি সম্ভব হতো না। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবির পণ্যের সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয় ।’

১৮ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

nahid--620x330

এ গণআন্দোলনের কৃতিত্ব শহীদদের : তথ্য উপদেষ্টা

শহীদদের কোনো দলীয় পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেছেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *