চাঁদপুর লেখক পরিষদের কার্যকরি কমিটির ৬ষ্ঠ সভা সংগঠনের সভাপতি কবি,প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ৮ জুন শনিবার বিকাল ৪ টায় শহরের জোরপুকুরপাড়স্থ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক,আবৃত্তিশিল্পী ও লেখক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সম্মানিত সদস্য ও সাবেক সভাপতি ও নজরুল গবেষক বীরমুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা,যুগ্ম-সাধারণ সম্পাদক, আবৃত্তিশিল্পী ও কবি অভিজিৎ আচার্যী,সাংগঠনিক সম্পাদক ও কবি এন.কে সুমন পাটওয়ারী, দপ্তর সম্পাদক ও কবি নুরুল ইসলাম রাজিব,সেমিনার সম্পাদক ও কবি এমটি ইসলাম তাপু, প্রচার সম্পাদক সাইফুল খান রাজিব,সদস্য ও প্রাবন্ধিক আবদুল গনি,সদস্য ও আবৃত্তিশিল্পী মিতা ঘোষ,সদস্য ও কথাসাহিত্যিক রাজিব কুমার দাস।
সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্তগ্রহণ করা হয়। আগামি অক্টোবরে চাঁদপুরে লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের প্রকাশনা‘সময়ের ডাক’প্রকাশ করা হবে।
সভায় সকলের সম্মতিক্রমে সাহিত্য একাডেমির প্রাথমিক সদস্য করতে অন্তত আরেক দফা সদস্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ ও ইতোমধ্যে সাধারণ সদস্য হিসেবে যারা আছেন তাদের সবাইকে (যারা জীবিত) বহাল রাখাসহ সাহিত্য একাডেমির গঠনতন্ত্র অনুসরণপূর্বক কমিটি গঠনের কাজে অগ্রসর হতে চাঁদপুর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্মারকলিপি কর্মসূচিটি ১২ জুন দুপুর ১২ টায় পেশ করা হবে।
৮ জুন ২০২৪
এজি