চাঁদপুর সদরের উপজেলা চেয়ারম্যান এ্যাড.হুমায়ন কবির সদরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কর্তৃক আয়োজিত চাঁদপুর্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘ চাঁদর্পু সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন সবসময়েই পজেটিভ ছিলেন। আমি তাঁকে ২০১৭ সাল থেকেই চিনি। কেননা আমিও একটি স্কুলের সভাপতি। তাই আমার সাথে স্কুল সংক্রান্ত বিষয়ে সবসময়েই যোযোগ হয়। অবসর সময়েও সবার সাথে থাকবেন। প্রতিটি মুহুর্ত নিজকে ব্যস্ত রাখবেন। তাহলে ভালো থাকবেন।’
সদরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কর্তৃক আয়োজিত চাঁদর্পু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।
প্রধান অতিথি আরো বলেন, ‘ মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন একজন দায়িত্ব পরায়ন ,কর্মনিষ্ঠ ও বিশ্বস্থ কর্মকর্তা ছিলেন। কর্মস্পৃহার মাধ্যমে তিনি চাঁদপুরের শিক্ষা পরিবারে ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আমার দীর্ঘ কয়েক বছরে কাছ থেকে দেখা একজন কর্তব্য পরায়ন অফিসার ছিলেন তিনি। তাঁর অবসরকালীন জীবন যেন সূখময় ও শান্তিময় হয়- মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি।
ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আব্বাস উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না,শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশিকাটি ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.কামাল হোসেনকে চাঁদপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী বৃন্দের পক্ষ থেকে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রসঙ্গত – চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন ২০১৯ সালে ৭ এপ্রিল চাঁদপুর সদরে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। তিনি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক অফিসার হিসেবে সুনামের সাথে ৫বছর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লক্ষ্¥ীপুর জেলার রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সন্তান।
তাঁর সহধর্মীনি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি চাঁদপুর সদরে শিক্ষাকে আধুনিক করতে নিরলসভাবে কাজ করেছেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে ছিলেন অবিচল। সর্বশেষ তিনি শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।
চাঁদর্পু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সদরের প্রায় ৩০ টি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা উপস্থিত ছিলেন।
আবদুল গনি
৭ জুলাই ২০২৪
এজি