Wednesday , 18 September 2024
Academy --

সাহিত্য একাডেমি চাঁদপুরের সাধারণ সদস্য হলেন যাঁরা

সাহিত্য একাডেমির চাঁদপুর এর নবঘটিত সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমে ৭৬ জন প্রাথমিক সদস্য থেকে ৬৯ জনকে সাধারণ সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার ৯ জুন সন্ধ্যায় জোড় পুকুর পাড় সাহিত্য একাডেরির কার্যালয়ে অন্তর্র্বতীকালীন কমিটির চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে এ সাধারণ সদস্য মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত করা হয়।

সাহিত্য একাডেমির চাঁদপুর অন্তর্র্বতীকালীন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি সাধারণ সদস্য মনোনীত হওয়ার তালিকা সাঁটানো হয়েছে সাহিত্য একাডেমির নোটিশ বোর্ডে।

এর আগে ৫ মে তারিখে সাহিত্য একাডেমি, চাঁদপুর প্রাথমিক সদস্য পদে আবেদন আহ্বান করা হয়। আবেদন সংগ্রহ ও জমা দেয়ার সর্বশেষ তারিখ ছিলো ২৫ মে ২০২৪। এ সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে ৯৫টি।

২৬ মে ২০২৪, রোববার সন্ধ্যায় আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্যে সাহিত্য একাডেমির মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। ৬ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই উপকমিটি ৯৫টি আবেদন থেকে ৭০ জনকে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্যে একাডেমিরর অন্তর্র্বতীকালীন কমিটির কাছে সুপারিশ করে। এছাড়াও ২০১৭ সালে প্রাথমিক সদস্য পদে আবেদনকৃত ৯ টি আবেদন থেকে ৬ জনকে প্রাথমিক সদস্য করা হয়।

মনোনীত সাধারণ সদস্য হলেন যাঁরা

ইকবাল পারভেজ, শাহাদাত হোসেন শান্ত, জসীম মেহেদী, নুরুন্নাহার মুন্নি, সৌম্য সালেক,স্বপন ভঞ্জ,মো.সাইদুজ্জামান, শরীফ মাহমুদ চিশতী, সুমন কুমার দত্ত, আবদুল গণি, মাইনুল ইসলাম মানিক, মো.কবির হোসেন মিজি, এইচ এম জাকির, মুক্তা পীযূষ, মনিরা আক্তার,শাহমুব জুয়েল,খোকন চন্দ্র মজুমদার,জাহিদ নয়ন,মাহমুদ হাসান খান, সঞ্জয় দেওয়ান,আরিফ রাসেল,মোখলেছুর রহমান ভূঁইয়া,পলাশ কুমার দে, আবু ইউসুফ,মনিরুজ্জামান বাবলু, আরিফুল ইসলাম শান্ত, ফারজানা মুন্নি, বিথী নন্দী,মো.শাহাদাত হোসেন, মো.আরিফ বিল্লাহ,মো.কামরুজ্জামান, শিউলি মজুমদার, মুহাম্মদ সালাউদ্দীন,আসাদুল্লাহ কাহাফ,কাজী সাইফ, উজ্জ্বল হোসাইন, বাঁধন চন্দ্র শীল, হুসাইন মিলন,তাশফীয়া কাফী,খোরশেদ আলম বিপ্লব,জাহিদ হাসান, দেওয়ান মাসুদ রহমান, আশরাফুজ্জামান কাজী রাসেল, এম.আর.ইসলাম বাবু, মানিক দাস,আলমগীর হোসেন আঁচল, হাজেরা বেগম,রাজিব কুমার দাস, কাদের পলাশ, মো.আউয়াল হোসেন পাটওয়ারী, মুহাম্মদ হানিফ, ইমরান শাকির ইমরু, শাদমান শরীফ, মো. ইয়াছিন দেওয়ান, সাদ আল-আমিন, রিয়াজ বেপারী, ইমরান নাহিদ,মুহাম্মদ ফরিদ হাসান,মো.তাফাজ্জল ইসলাম, মাইনুল তোহা, সাদিয়া হোসেন মাধুরী, সুধীর বরণ মাঝি, সাদ্দাম হোসেন, নূরুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ হাসান খান, আহনাফ আব্দুল কাদির, মো.আতিকুর রহমান রুবেল,মো.জিহাদ সরকার ও রেজাউল করিম।


সম্পাদনা বিভাগ
১৬ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *