Sunday , 15 September 2024
হাজীগঞ।জ দুনীৃতি --

হাজীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতনতা বিষয়ক র‌্যালি ও মানববন্ধন

হাজীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতনতা বিষয়ক র‌্যালি ও মানববন্ধন বুধবার ১০ জুন সকালে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রধান গেইটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধন শেষে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি বিশাল র‌্যালি ফেস্টুন ও ব্যানারসহ বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এসে আবার শেষ হয়।

এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় সংক্ষিপ্ত আলেচনা । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন।

মানববন্ধন ও অালোচনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী, সমাজবিজ্ঞানী ও আইনবিদ প্রিন্স শাকিল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচারক মো.আজগর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক অভিজাত সাহা,হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো.আব্দুর রউফ, শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.মনিরুজামান,হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.মো.আনিছুর রহমান,হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো.কামরুল হাসান,প্রভাষক আব্দুল্লাহ হিল সাফি প্রমূখ।

শাখাওয়াত হেসেন শামীম
১০ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

৪ শিক্ষকের যোগদান=

হাজীগঞ্জ আমিন মেমোরিয়ালে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত চার শিক্ষকের যোগদান

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত চারজন সহকারী শিক্ষককে বরণ করে নেয়া হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *