Monday , 7 October 2024
dc str --

চাঁদপুরে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরিদগঞ্জ

গত এক বছর জেলার আটটি উপজেলার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ফরিদগঞ্জ উপজেলা এগিয়ে থাকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ জুলাই চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় চাঁদপুর জেলা প্রশাসক মো.কামরুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় , জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম.আমিনুল ইসলাম,স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীজন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালেদের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘গত এক বছরে চাঁদপুর জেলার আটটি উপজেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ১৩টি স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারি,স্থায়ী পদ্ধতিসহ সকল কাজে এগিয়ে থাকায় পুরুষ্কৃত করা হয়।’

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

farid=

ফরিদগঞ্জে এক রাতে ১৪ গরু চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে এক প্রবাসী’র বাড়ি থেকে ১৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *