Monday , 4 November 2024
bnp---balia manik

ষড়যন্ত্রকারীরা এখনো ওত পেতে বসে আছে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে পানিবন্ধী মানুষের মাঝে উপহার-সামগ্রী (খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার সকালে বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ হাই স্কুল মাঠে শতাধিক পানিবন্ধী মানুষের মাঝে উপহার সামগ্রী (খাদ্য সামগ্রী) বিতরন করা হয়।

উপহার সামগ্রী বিতরন কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,যেকোনো দুর্যোগে বিগত দিনে চাঁদপুর জেলা বিএনপির যেভাবে আপনাদের পাশে ছিলো,আগামী তো ঠিক সেভাবেই পাশে থাকবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার হটিয়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা সকলকে ধরে রাখতে হবে। স্বৈরাচারের প্রেতাত্বারা বিভিন্ন পাড়া মহল্লা ও ইউনিয়নে ওত পেতে বসে আছে ষড়যন্ত্র করার জন্য। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত জাতি ছাড়া উন্নয়নশীল টেকসই জাতি গঠন করা কোনভাবেই সম্ভব নয়।

তিনি আরো বলেন,আপনাদের কাছে আমার অনুরোধ, আমার দলের হোক অথবা বাইরের কেউ হোক,কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আপনারা ধরবেন। ধরে পুলিশকে খবর দিবেন। প্রশাসনের লোক এসে তাদের থানায় নিয়ে যাবে। এখানে যদি আমাদের বিএনপির কোন লোক আপনাদের অনুরোধ করে আমার নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন দিবেন আপনারা। যদি আপনারা এই কাজটি করতে পারেন। তাহলে ছাত্র-জনতার আন্দোলনের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ সফল হবে। চাঁদাবাজ,দখলদার যে দলেরই হোক কোন ছাড় নেই।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের মিয়াজীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

এসময় উপস্থিত ছিলেন,চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ডিএম শাজাহান, জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ শরীফুল ইসলাম খান, কার্যকরী সদস্য জি. এম মাসুদ রায়হান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাফেজ মোঃ ওয়ালী উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল আহসান, উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান ঢালী, (বাদ-ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন মিয়াজী,)৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহিবুর রহমান বুলু,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী, শাহাদাত হোসেন মিন্টু মিয়াজী, থানা বিএনপির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুব খান, সহ সভাপতি আলাউদ্দিন তালুকদার,যুগ্ন সাধারন সম্পাদক আলাউদ্দিন কাজী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ মোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাগর তালুকদার, ইউনিয়ন যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আরিফ তালুকদার প্রমুখ।

২১ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

primary edu--

প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ফল প্রকাশ : চাঁদপুরে ৩৫৮ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের (ঢাকা-চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *