চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.কামাল হোসেন ,বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.কামাল হোসেন ও সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো.হারুন-অর রশিদ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোহসিন উদ্দিন,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার,উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান শিক্ষক মো.আবুল কালাম আজাদ,মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা তহমিনা আক্তারসহ অন্যান্যশিক্ষকবৃন্দ।
করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৪
এজি