চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্কে রয়েছেন। একের পর এক রাসেল ভাইপারের দেখা মিলছে এ উপজেলার বিভিন্ন এলাকায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ১৬ মে সকালে উপজেলার বোরচরে কৃষক সুমন বেপারী তার জমিতে ধান কাটতে গিয়ে দেখা মিলে রাসেল ভাইপার। পরে সবাই মিলে মেরে ফেলে এ বিষধর সাপটিকে।
এর আগে ফেব্রুয়ারি মাসে গফুর বাদশার আলুর জমিতে দেখা মিলেছিল ২টি রাসেল ভাইপার। হঠাৎ করেই মতলব উত্তরের নদী পাড়ের বিভিন্ন স্থানে এসব সাপের আনাগোনা দেখা যাচ্ছে ।
নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৪
এজি