Monday , 7 October 2024
রাজার.j

রাজারগাঁও ইউপি নির্বাচনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসীল অনুযায়ী আগামি ৯ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জে রাজারগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০২৪ খ্রিস্টাব্দ উপলক্ষে মঙ্গলবার ৫ মার্চ সকাল-বিকাল পর্যন্ত প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অফিসার ৭৭ জন এবং পোলিং অফিসার ১শ ৩২ জন সহ ২০৯ জনের ১ দিনের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

এদিন সকালে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।

প্রশিক্ষণ পরিচালনা করেন ও কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কমকর্তা ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোছাইন। এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজারগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান আব্দল হাদীর মৃত্যুর পর বাংলাদেশ নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করেন।

তারই আলোকে চেয়ারম্যান পদে-নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ডাটরা-শিবপুরে ৯ নং ওয়ার্ডে মেম্বার (পুরুষ) পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরজমিনে গিয়ে জানা যায়, নির্বাচনি প্রচার-প্রচারণায় সরগরম অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড প্রার্থী এবং কর্মী-সমর্থকবৃন্দ।

কবির আহমেদ
৫ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

হাজীগঞ্জ-দশম গ্রেড

বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি : হাজীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। শনিবার ২৮ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *