শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতে ওই হামলা চালানো হয়। এ প্রথম তেহরান সরাসরি ইসরায়েলের ভূ-খণ্ডে হামলা চালাল। এ হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার যে শঙ্কা এত দিন করা হচ্ছিল তা হয়তো বাস্তবে রূপ নেবে।
যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে’ ইসরায়েলকে সমর্থন করার প্রতিজ্ঞা করেছে। এখন পর্যন্ত হামলার পরিস্থিতি নিয়ে যা জানা যাচ্ছে,তা হলো :
♦ ইসরায়েল বলেছে,ইরান প্রায় ৩শ টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে । কিছু ক্ষেপণাস্ত্র ইরাক ও ইয়েমেন থেকেও এসেছে।
♦ ১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে। ইরান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। এর জেরেই হামলা চালিয়েছে ইরান।
♦ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে,ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ৯৯ % ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
♦ প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,‘যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে। যুক্তরাজ্যও এ অঞ্চলে আরএএফ জেট মোতায়েন করেছে। ’
♦ এ প্রথম তেহরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি এর জবাব দেয়,তবে ইরান আরো তীব্রভাবে আক্রমণ চালাবে। সূত্র:বিবিসি
১৪ এপ্রিল ২০২৪
এজি